ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ৪ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্সে করে ওই প্রবাসীকে উপজেলার বাহ্রা ইউনিয়নের তার নিজ গ্রামে পৌছে দেওয়া হয়েছে।
ডাঃ অনুপ বলেন, এ বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব থেকে নবাবগঞ্জের নিজ গ্রামে ফিরেন ওই প্রবাসী। ২৯ শে মার্চ তার শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে আমরা সংবাদ পেয়ে পরের দিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠাই। ৩১শে মার্চ পরিক্ষার ফলাফলে তিনি সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইডিসিআরের একটি টিম তার নিজ বাড়িতে এসে তাকে এ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সেখানে টানা বারোদিন দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠলে আজ হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে দিয়ে দিলে সরকারি এ্যাম্বুলেন্সে করে দুপুরে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়েছে।
ডাঃ অনুপ আরো বলেন, পুনরায় সংক্রমিত হওয়ার শঙ্কায় তাকে আগামী চৌদ্দদিন হোম কোয়ারেন্টিনে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সংক্রমনের ঝুঁকি এড়াতে বিভিন্ন নিয়ম কানুন মানতে বলা হয়েছে।
অপরদিকে তার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর শুনে স্থানীয় উৎসুক জনতা তাকে এক নজর দেখতে তার বাড়িতে জড়ো হয়ে জনসমাগম করছে। বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ডাঃ অনুপ।
তিনি বলেন, এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ২৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফলে দুইজন সংক্রমিত ও পনোরো জন সংক্রমিত নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। বাকি ছয়জনের ফলাফল এখনও পাওয়া যায়নি।
আক্রান্ত দুইজনের মধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সদ্য চিল্লা থেকে ফেরা নয়নশ্রী ইউনিয়নের তাশুল্যা গ্রামের ৬৫ বছর বয়সী আক্রান্ত অপর ব্যক্তি ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply