নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ (ইউপি)‘র ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীর স্বামীসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পরে নবাবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিতের ভিত্তিতে শিরীন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Leave a Reply