1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:27 am

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা

  • আপডেট সময় : Friday, July 12, 2024
  • 71 বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি।।
সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়-কলেজ ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন এবং সন্ধ্যা ৬ টায় পরবর্তী কর্মসূচি নিয়ে শনিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টায় প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ আসেন তারা।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুলাই) সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও এর সাথে জড়িতদের বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রসঙ্গত: এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবিটি হলো- সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews