1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 10:05 am

নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি চলছেই

  • আপডেট সময় : Sunday, November 24, 2024
  • 34 বার দেখা হয়েছে

সারা দেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে  অবস্থান  কর্মসূচি চললেই।গত কয়েক মাস ধরে দেশের প্রায় প্রত্যেকটি সাব -রেজিস্ট্র অফিসে কর্মরত নকল নবীশগণ  এ কর্মসূচি পালন করে আসছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তারা নকলনবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে। কিন্তু নকলনবিশদের খোঁজ কেউ রাখেনি।

তারা বলেন, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নকলনবিশ, মিডওয়াইফারি নার্সদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরের নকলনবিশদের বিষয়টি আজও সংশ্লিষ্ট দফতর আমলে নেয়নি। নকলনবিশরা সরকারি কোনও বেতন-ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকলনবিশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকলনবিশদের টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ী করা সম্ভব। নকলনবিশদের দীর্ঘদিনের দাবি, চাকরি স্থায়ী করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews