ধামরাই( ঢাকা) সংবাদদাতাঃ
ঢাকার ধামরাইয়ে এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার মধ্যে কাড়াকাড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় এক শপিংমলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।এ শপিংমলটি বিনোদন কেন্দ্রে (পার্কে) পরিণত হয়েছে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে দিনভর চলে কোমলমতি ছাত্রছাত্রীদের জমকালো আড্ডা।
সোমবার এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার মাঝে প্রথমে হাতাহাতি ও পরে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের দুজনকে দুই দিকে ভাগিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে কথা বলতে ওই শপিংমলের মালিক মীর বরাত আলীর মোবাইল ফোন নম্বরে বহুবার কল করলেও তিনি রিসিভ করেননি। শপিংমলের ব্যবসায়ীরা জানান, তিনি রাজধানীতে বসবাস করেন। কাজেই তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply