ধামরাই (ঢাকা) সংবাদদাতা :
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শ্রমিক সংকটে পড়া কৃষক মো. আসাদ আলীর ১বিঘা জমির বোরো ধান কাটতে এরই মধ্যে মাঠে নেমেছে উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীরা। ধান কাটতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান ক্ষেতে বসেই সকালের নাস্তা করেছেন পান্তা ভাত আর কাচামরিচ দিয়ে।
বৃহস্পতিবার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামের প্রান্তিক কৃষক মো. আসাদ আলীর ক্ষেতের ধান কেটে দেয় ছাত্রলীগের নেতা কর্মীরা। এই সময় ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে উক্ত ধানকাটায় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইদুর ইসলাম,ধামরাই সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ রাব্বি হোসেন, ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সায়মন, ভাড়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আশিকসহ ছাত্রলীগের নেতা কর্মীরা ধান কেটে বাড়ীতে পৌছিয়ে দিয়েছে। ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, সারা বিশ্বে করোনার কারণে মানুষ স্থবির হয়ে গেছে। তারই ধারাবাহিকতাই বাংলাদেশে আজ শ্রমিক সংকট দেখা দিয়েছে। যার কারণে প্রান্তিক কৃষক তাদের সারা বছরের খাবার ঘরে তুলতে হিমশিম খাচ্ছে। সেই কারণে প্রান্তিক কৃষকদের বোরো ধান কেটে দিতে সহায়তা করছে ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে ২থেকে ৫বিঘা জমিতে যারা বোরো ধান চাষ করে বিষেশ করে তাদের জমির ধানই আমরা কেটে দিচ্ছে। কারণ এই সব ক্ষুদ্র কৃষকরা শ্রমিক পায় না। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সাবেক সভাপতি আরও বলেন ভাড়ারিয়া আঞ্চলে কৃষকদের একটাই আবাদ সেটা হচ্ছে বোরো ধান। প্রতি বছর এক সাথে ধান কাটা শুরু হওয়ার কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শ্রমিক সংকটে ভুগছেন।তাছাড়া এই বছরে করোনার কারণে বিভিন্ন উপজেলা থেকে ধান কাটার শ্রমিকরা আসতে পারছেন না। এই কারণে প্রান্তিক কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছি। এতে করে কিছুটা হলেও শ্রমিক সংকট দুর হওয়ার পাশাপাশি কৃষকদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারবে।
|
Leave a Reply