1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:02 am

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত

  • আপডেট সময় : Sunday, November 17, 2024
  • 47 বার দেখা হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকা -আরিচা ভায়া মানিকগঞ্জ মহাসড়কের ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পিছনে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।রোববার (১৭ নভেম্বর) ভোরে ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত- পিকআপ ভ্যান  চালক কাঞ্চন মিয়া জামালপুর সদর উপজেলার শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে।

অপরজন হলেন পিকআপটির হেলপার আশরাফুল (১৯)। সে নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ওই ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় পিকআপ চালক ও হেলপার।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাওগাতুল আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews