ধামরাইয়ে আর্মড পুলিশ লাশ উদ্ধার, স্ত্রী আটক
-
আপডেট সময় :
Sunday, August 18, 2024
-
36 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ আর্মড পুলিশ সদস্যর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
উপজেলার সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকায় তাঁর নিজ বাড়িসংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ধামরাই থানার পুলিশ। এ ঘটনায় কামরুল হাসানের স্ত্রীকে আটক করেছে পুলিশ।নিহত কামরুল হাসান কনস্টেবল হিসেবে এপিবিএন-১ ঢাকায় কর্মরত ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধামরাই থানার পুলিশ জানায়, গত বুধবার ভোরের দিকে মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন কামরুল। এরপর আর বাসায় ফেরেননি। আজ শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি ধামরাই থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামরুল হাসানের স্ত্রী নার্গিস আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে নিহত পুলিশ সদস্য কামরুল হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অনুগ্রহ করে শেয়ার করুন
এই বিভাগের আরো সংবাদ
Leave a Reply