সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ধামরাই পৌরসভার পাঠটোলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে।
এ পর্যন্ত ধামরাইয়ে ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ধামরাইয়ে এনিয়ে মোট ৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। করোনা আক্রান্ত ওই রোগীকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন অনুমুতিক্রমে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকা লকডাউন করে দেয়া হয়েছে।
Leave a Reply