বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আইনুদ্দিন মেম্বার জানান, ঝড়ের সময় ওই কিশোরী বাড়ির বাইরে ছিল। এসময় একটি নারিকেল গাছের চাপায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঝড়ে কলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply