সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লীর এক কর্মীর (৫৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ওই পল্লী থেকে উপজেলা হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা করেছি।
এ ছাড়া রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। গত বুধবার রাতেও জেলার বালিয়াকান্দির নারুয়ার এক মধ্যবয়সী লোক ঢাকা মেডিকেলে কলেজ হাসাপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে পরে তাকে নিজ গ্রামের বাড়িতে বিশেষ ব্যাবস্থায় দাফন করা হয়েছে।
Leave a Reply