দোহার (ঢাকা) সংবাদদাতাঃ
ঢাকার দোহার উপজেলায় ৫’শ চা বিক্রেতার মাঝে ও ২’শ হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লীবাজার, মৌড়া বাজার, দুবলী বাজার, ফুলতলা বাজার, মুকসুদপুর বাজার, নারিশা ডাকবাংলো ও নারিশা বাজারে চা’র দোকানে গিয়ে ঈদ সামগ্রী তুলে দেন। দেশব্যাপী কভিড১৯ করোনা ভাইরাস সংক্রমন শুরু হলে গত দু’মাস যাবৎ এ উপজেলার চা’ বিক্রেতা ও হতদরিদ্র পরিবারগুলো বেকার হয়ে পড়ে।
এসময় মেহবুব কবির বলেন, এ উপহার কোন রাজনীতির জন্য নয়। এটি আপনাদেও প্রতি আমার ভালবাসা। দোহার উপজেলার নদী ভাঙ্গন, বন্যাসহ যেকোনো দুর্যোগে আমি দোহারবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বিশিষ্ট সমাজ সেবক আক্কাচ উদ্দিন, ডেফোডিলস হাই স্কুলের প্রধান শিক্ষক এরশাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply