ঢাকার দোহার উপজেলার লটাখোলা সেতুর পাশে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বালু উত্তোলনের খবর পেয়ে দোহার থানা পুলিশের সহযোগিতায় সোমবার (১৮ মে) উপজেলার লটাখোলা সেতুর নিচে খালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় তিনটি ড্রেজার খাল থেকে অপসারণ করা হয় এবং ৩০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের এসআই মো. মাসুদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। অর্থদণ্ড দেওয়া দুজনকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধে সম্পৃক্ত হলে সর্বোচ্চ দণ্ড প্রদান করা হবে।
উপজেলা ও থানা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply