দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দুঃখি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। শনিবার বেলা ১১টায় উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ হাতে খাদ্য বিতরণ করেন।
এসময় মো. মাহাবুবুর রহমান বলেন, যতদিন করোনা পরিস্তিতি থাকবে ততদিন আমি ক্ষুধার্ত মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে গরীব দুঃখিদের পাশে থাকার আহবান জানিয়েছেন। তাই সকল সামর্থবানদের উচিৎ এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানো।
এপর্যন্ত ঢাকা জেলা পরিষদের অর্থায়নে পাঁচ হাজার দুঃখি ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ব্যক্তিগত অর্থায়নে আরও কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্তথিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ প্রমুখ।
Leave a Reply