দোহার থেকে ,শওকত হোসেন রতন
ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত একজনের বাড়ি উপজেলার নারশিায় ও অন্যজনের বাড়ি উত্তর রাইপাড়া এলাকায়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজলো স্বাস্থ্য র্কমর্কতা ডাঃ জসিম উদ্দিন।
ডাঃ জসিম উদ্দিন জানান, সবশষে দোহারে বিভিন্ন এলাকা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। আজ ভোরে আইইডসিআির থেকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেইলে পাঠানো রিপোটের মাধ্যমে এ তথ্য জানা যায়। নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন নারী চিকিৎসক। তার বয়স ৫০ বছর। ওই চিকিৎসক ঢাকা থেকে দোহারে এসে নমুনা দিয়ে চলে গেছেন। তিনি র্বতমানে ঢাকায় অবস্থান করছেন। আক্রান্ত অপরজনরে বাড়ি উপজলোর উত্তর রাইপাড়া আকনপাড়া এলাকায়। তার বয়স ২২ বছর। তিনি জয়পাড়া বাজারে গনেশ দাসের দোকানরে র্কমচারী। এ নিয়ে দোহার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ছয়জনে।
Leave a Reply