দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের রাস্তা সংলগ্নে চরবাহাদুরাবাদ যাওয়ার রাস্তার মাথায় ডাকাতীয়াপাড়া এলাকায় দূর্যোগ ব্যবস্তাপনার ব্রীজটি নিম্ন মানের কাজ হওয়া বন্যা পানির প্রবল চাপে ভেঙ্গে পরে। ব্রীজের নিচের দিকে তাকালে দেখা যায় পাইলের খুটি ইউক্যালেক্টারের চিকন গাছে করা। ওই এলাকার জনসাধারণ বলেন গাছের পাইল নাদিয়ে সিমেন্টের খুটি দিয়ে পাইল করলে হয়তো বা ব্রীজটি অল্প দিনে ধসে পড়তো না।
এলাকাবাসি সুত্রে জানা যায়, ডাকাতীয়া পাড়া,চরবাহাদুরাবাদ মনিয়াবাজার এলাকার আশপাশসহ আরো বিভিন্ন এলাকার শত শত মানুষ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর এক মাত্র রাস্তার এই ব্রীজ দিয়ে। ইজিবাইক, ভ্যান ও সাইকেলসহ অন্যান্য যানবাহন দিয়ে নানা ধরনের মালা মাল আনা নেওয়া করা হয় মনিয়া বাজারে। এলাকাবাসী জোর দাবি জানিয়ে বলেন জুরুরী ভিত্তিতে ব্রীজটি পূর্ণ নির্মাণ কাজ না করলে জনসাধারণের পথ অবরোধ হয়ে যাবে।
সাধারণ জনতা,সুধীমহল,পথচারীরা বলেন চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান সুদৃষ্টি দিলেই ব্রীজের পূর্ণ নির্মাণ কাজটি হয়ে যাবে।
Leave a Reply