সংবাদ সারাদেশ ২৪.কম
ঢাকার সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠান বন্ধ করেছে র্যাব। এ সময় বর ও কনেপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সালেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কনের বাড়িতে আমিনবাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক লোক বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। খবর পেয়ে র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি দল বিয়ে বাড়িতে উপস্থিত হয়।
র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান আয়োজন খুবই হতাশাজনক। জরিমানার পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বিয়ের কার্যক্রম বন্ধ রাখতে বর ও কনেপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
Leave a Reply