গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকায় ত্রাণ দিবে বলে ডেকে নিয়ে দুই ভিক্ষুকের বয়স্ক ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বামনডাংগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজার রহমান জানান, রোববার দুপুরে উপজেলার মনিরাম গ্রামের সোনাভান বেগম (৬৫) এবং জিয়ারন বেগম (৬০) জনতা ব্যাংক বামনডাংগা শাখা থেকে বয়স্ক ভাতার ১৫০০ করে তিন হাজার টাকা তোলেন। এ সময় ছিনতাইকারী তাদের ত্রাণ দেয়ার কথা বলে ব্যাংকের সামনে থেকে ডেকে বাজার এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সুযোগ বুঝে ছিনতাইকারী দুই বৃদ্ধের হাতে থাকা টাকা কেড়ে নিয়ে দৌঁড়ে পালায়।
এ ঘটনায় সোমবার বামনডাংগা পুলিশ ফাঁড়িতে পৃথক দুটি সাধারণ ডায়রি করা হয়েছে।
Leave a Reply