নির্বাচনী এলাকার তিন হাজার গর্ভবতীর জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা দিয়েছেন বাগেরহাটের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট সদর এবং কচুয়া উপজেলার বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী নারীদের হাতে এমপির উপহার পৌছে দিচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ‘গর্ভবতী মায়ের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকার’- এ শ্লোগান নিয়ে চলছে সংসদ সদস্য শেখ তন্ময়েরে এ বিশেষ উদ্যোগ।
সূত্র জানায়, করোনা পরিস্থিতির মাঝে দরিদ্র মানুষেরা এমনিতেই সংকটে আছেন। সেক্ষেত্রে পরিবারে গর্ভবতী নারীদের দিকে আলাদাভাবে নজর দেয়ার সুযোগ কম। এজন্য গর্ভবতী নারীদের জন্য আলাদাভাবে পুষ্টিকর খাদ্য বিতরণ করার সিদ্ধান্ত নেন এমপি। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়।
সংসদ সদস্যের উপহারের মধ্যে রয়েছে ৫০০ গ্রাম গুড়োদুধ, একটি মাদার হরলিক্স, ২৪টি ডিম, ৫০০ গ্রাম খেজুর, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, কালোজিরাসহ বিভিন্ন ধরণের খাদ্য। একজন গর্ভবতী মা এক মাস খেতে পারবেন এমন পরিমাণ খাদ্য দেওয়া হচ্ছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় ব্যক্তিগত তহবিল থেকে এ কর্মসূচি পরিচালনা করছেন।
পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর বাকী তালুকদার, সংসদ সদস্যের এপিএস এ্যাডভোকেট চয়ন, এমএ শাহিন, ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ প্রমূখ।
Leave a Reply