1. nasiruddinsami@gmail.com : sadmin :
তবে কি শিথিল হলো লকডাউন? - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

তবে কি শিথিল হলো লকডাউন?

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৬৩ বার

সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ

ঢাকা ও নারায়ণগঞ্জের পোশাক ও নিটিং কারখানা রোববার থেকে আংশিক চালু হয়েছে। সরকারের ১৮টি দপ্তরের কার্যক্রমও শুরু হয়েছে সীমিত পরিসরে। পর্যায়ক্রমে খুলছে সাভার, আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রামের কারখানা। শনিবার থেকে দুর দূরান্ত থেকে শ্রমিকরা আসছেন নানা উপায়ে। শনিবার রাতে বেশি সংখ্যক শ্রমিক ঢাকা ও আশপাশের এলাকায় প্রবেশ করেছেন। কাজে যোগ দিতে চট্টগ্রামেও শ্রমিকরা কর্মস্থলের আশপাশে জড়ো হচ্ছেন। রোববার সকালে রাজধানীতে যানবাহল চলাচল বেড়েছে অনেকটা। সকাল থেকেই সচিবালয়ের আশপাশের এলাকায় কিছুটা হলেও ব্যস্ততা দেখা গেছে।

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারিরা অফিসে প্রবেশ করেন নির্ধারিত সময়ে। আনাগোনা ছিল সরকারি যানবাহনের। এছাড়া সড়কে অন্য যানবাহনও দেখা যাচ্ছে বেশি। প্রধান প্রধান সড়কে আগের চেয়ে বেশি যানবাহন দেখা যাচ্ছে। অফিসমুখিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর চলাচল করতে দেয়া হচ্ছে।
মিরপুর, উত্তরাসহ রাজধানীর কয়েকটি এলাকার পোশাক কারখানার শ্রমিকদের সকালে কাজে যেতে দেখা গেছে। যদিও শ্রমিকদের সংখ্যা তুলনামূলক কম। শনিবার সন্ধ্যায় ব্যবসায়ীদের টাস্কফোর্স বৈঠকে কারখানা আংশিক খোলার পক্ষে মত দেয়া হয়। তবে এই মুহুর্তে দূরে আছেন এমন শ্রমিকদের না আনতে বলা হয়। কিন্তু শনিবার আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা ঢাকায় প্রবেশ করেন। তাদের অনেকে জানিয়েছেন কারখানা থেকে ফোন বলে কাজে যোগ দিতে বলা হয়েছে। কারখানা খোলা হচ্ছে এমন খবরে সাভার আশুলিয়া এলাকায় মানুষ ও যান চলাচল বেড়েছে আগের চেয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews