ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স গেটবাবুর দাপট
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত দেশের ২য় বৃহত্তম রাজস্ব আদায়কারী সরকারি প্রতিষ্ঠান‘ তেজাগঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স। এই কমপ্লেক্স মোট ১০টি সাব রেজিস্ট্রি,১টি রেকর্ড রুম ও ১টি জেলা রেজিস্ট্র অফিসসহ মোট ১২টি অফিস। এই সমস্ত অফিসের প্রতিদিন গড়ে কয়েকশত নাগরিকগণ আসেন তাদের সেবা নিতে। আর দেশের রাজধানী হওয়াএখানে বেশির ভাগ দাতা-গ্রহিতা আসেন তাদের নিজস্ব গাড়িতে চড়ে। তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স দুটি ভবন । পুরাতন ভবনটি গেট বন্ধ থাকায় নতুন ভবনের গেট দিয়ে শত শত লোক যাতায়াত করেন। কমপ্লেক্স ভবনের মধ্যে যাতে কোনো যানবাহন চুরি না হয় বা যানবাহনগুলো যাতে সিরিয়ালমতো প্রবেশ করতে পারে সেই জন্য মৌখিকভাবে তৎকালীন জেলা রেজিস্ট্রার বাবু নামে একজন গেটম্যানের দায়িত্ব দেয়। কমপ্লেক্স ভবনের যে সমস্ত দাতা-গ্রহিতা গাড়ি নিয়ে প্রবেশ করেন তারা খুশি হয়ে গেটম্যান বাবু কিছু টাকা-পয়সা দিতো। এভাবে প্রতিদিন গেটম্যান বাবু দায়িত্ব পালন করে আসছে। যত দিন যায় গেটম্যান বাবুর টাকার চাহিদা তত বাড়তে থাকে। সে এখন জোন করে প্রত্যেক যানবাহন থেকে ৫০০- ৭০০ টাকা আদায় করে আসছে। এবং ১২টি অফিস থেকে প্রতি সাপ্তাহে
Leave a Reply