মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মোটরসাইকেলটি একটি ট্রাক ওভারটেক করার সময় ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। এদের পরিচয় এখনো জানা যায়নি। আহত অপরজনরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply