সংবাদ সারাদেশ ২৪.কম বিনোদন ডেস্কঃ
পহেলা বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। দেশের সিনেমাগুলোতে মুক্তি পেল ৩টি সিনেমা। এরপরের নববর্ষে মুক্তি পেল একটি। কিন্তু এবারের পহেলা বৈশাখে রঙের কোনো ছটা নেই। করোনার কারণে প্রেক্ষাগৃহগুলোতে ঝুলছে তালা, লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ। এটিই ঢাকাই সিনেমা ইতিহাসের সবচেয়ে ভিন্ন বৈশাখ! অথচ এই উত্সবকে ঘিরে সিনেমা মুক্তির রেওয়াজ বহু পুরনো। অনেক সুপারহিট চলচ্চিত্র মুক্তি পেয়েছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে।
দেশে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিদ্ধান্তে ১৭ মার্চ থেকে দেশের সকল প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে। এরপর ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। এসব প্রেক্ষাগৃহ খোলার সিদ্ধান্ত আসবে কবে তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ চলচ্চিত্র ্রপ্রদর্শক সমিতি।
সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা রোগীর সংখ্যা বাড়ছে। অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। পরবর্তী অবস্থা দেখে খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
চিন্তার বিষয় হচ্ছে, নববর্ষের মতো একটা উত্সবেও এই পরিস্থিতি। পরিস্থিতি ঠিক থাকলে আজ পহেলা বৈশাখে শাকিব খান-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ নামের আরেকটি সিনেমা মুক্তি পাওয়ারও কথা ছিল। সিনেমাটি সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এই সময় অনেক ছবি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় ছবিগুলোর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে চলচ্চিত্র শিল্প। তাছাড়া অনেক কাজের শুটিং বন্ধ হয়ে গেছে। শিল্পীদের সঙ্গে শিডিউল তৈরি করে আবার সেগুলোর শুটিং করা ব্যয়বহুল হয়ে যাবে। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হব
বাঙালির এই প্রাণের উত্সবে মুক্তি পাচ্ছে না উল্লেখযোগ্য নতুন কোনো চলচ্চিত্র। বাংলা সিনেমার দর্শকদের জন্য মন খারাপ করা সংবাদ! তবে এখন ঘরে থাকাই শ্রেয়। বেঁচে থাকলে আরও কত সিনেমা যে দেখতে পাবেন, তা একবার ভাবুন!
Leave a Reply