1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:58 am

টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনে, সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল নির্বাচিত

  • আপডেট সময় : Friday, November 22, 2024
  • 25 বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মুরাদ হোসেন বকুল নির্বাচিত হয়েছেন। গত ২১ নভেম্বর (বৃহস্পতিবা) দলিল লেখক সমিতির অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহন শেষে রাত ৭ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

 

এসময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন।১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ২১৬ জন ভোটারের মধ্য ২১৪ জন ভোট প্রদান করেন। মোট ১৪টি পদে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৬১ ভোট, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৪৪ ভোট, হোসেন আহমেদ ১৩৭ ভোট, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল ১৫২ ভোট, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন ১৭৪ ভোট, মোঃ এনামুল সরকার ১২৫ ভোট, সাংগঠনিক মোঃ নুরল ইসলাম ১১২ ভোট, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ১৫০ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম ১০২ ভোট,ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ১১৯ ভোট,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন ১০৮ ভোট,প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন ১২৬ ভোট, সদস্য আল আমিন মিয়া ১৫৪ ভোট, কে.এম. নজিবুল্লাহ ১৩৮ ভোট, ফারুক হোসেন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে উপস্থিত হয়েনির্বাচন পরিদর্শনে এসে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার বলেন,নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে টঙ্গী সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

 

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews