নিজস্ব প্রতিনিধিঃ
কোভিড -১৯, করোনা ভাইরাসের কারণে সারাদেশ অবরুদ্ধ। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এর সঙ্গে মৃত্যুর হার বেড়েই যাচ্ছে । তবুও পেশাগত কাজে থেমে নেই গণমাধ্যমকর্মীরা। ঝুঁকি নিয়েও সকাল থেকেই সংবাদের পেছনে ছুটে বেড়াচ্ছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্রতসংবাদকর্মীরা। সিংগাইর উপজেলা সদর সহ উপজেলার সব জায়গাতেই কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। নিয়মিত সংবাদ সংগ্রহ করে তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে, খোঁজ রাখছেন চিকিৎসা ব্যবস্থাপনারও। এতে যেমন কর্মহীন পরিবারগুলো খাদ্য সহায়তা পাচ্ছে, একইভাবে সাংবাদিকদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।
জানা গেছে, সাধারণ ছুটি ঘোষণার পর উপজেলায় অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। একই সঙ্গে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল এসব কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সামাজিক বিভিন্ন অসঙ্গতি সবার সামনে তুলে এনে সামাজিক দায়বদ্ধতাও নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াতে হয় তাদের। একইভাবে চিকিৎসা ব্যবস্থাপনারও খবর রাখছেন গণমাধ্যমকর্মীরা।
এতকিছুর মধ্যেও আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় রয়েছেন অনেক সাংবাদিক। সাংবাদিকদের কিছু শুভাকাঙ্খী সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম কে বলেন, সিংগাইরে অনেক সাংবাদিকের আর্থিক অবস্থা খুব ভালো না। তাদের পরিবারও বেশ সংকটে রয়েছে। পাশাপাশি সাংবাদিকরা যেভাবে কাজ করছেন, এতে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। ‘প্রতিদিনের সংবাদ’ সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস বলেন, সংবাদ সংগ্রহের জন্য জীবনের ঝুকি নিয়ে প্রতিদনি আমাদের সকাল বিকাল সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করতে হয় । মরণব্যাধী করোনাতে আমাদের জীবনের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা।‘ বাংলাদেশের খবরের”সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বলেন, মহামারী করোনা ভাইরাসের মধ্যেও মরণের ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা আমাদের সংবাদ সংগ্রহ করতে হয় । জীবনের নেই কোনো নিরাপত্তা। মরণকে উপেক্ষা করে লেখতে হয় অন্য়ের খবর। কিন্ত আমাদের কেউ রাখেনা খবর। সিংগাইর উপজেলা নির্াহী অফিসার রুনা লায়লা বলেন, সাংবাদিকদের অনুদানের একটি চিঠি অনেক আগে পেয়েছিলাম পরবর্তে মন্ত্রণালয় তা স্থগিত করেছে। নতুন করে আবার কোনো চিঠি আসলে সংবাদকর্দের সহযোগীতা করা হবে।
Leave a Reply