সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্ক
ঝিনাইদহে প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধ্যার পর বাতাসের গতিবেগ বাড়তে থাকে। রাত ১০টার পর তাণ্ডব শুরু হয়।
সারারাত ঝড় চলে। সকালে বাতাসের গতিবেগ কমে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে। অনেক কাঁচাবাড়ি বিধ্বস্ত হয়েছে। মাঠে কাটতে বাকি থাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু জমি তলিয়ে গেছে।
বিকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলায় হলিধানী গ্রামে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে নাদিরা বেগম নামে একজন মারা গেছে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান।
Leave a Reply