নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিণী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারে স্মারকলিপি দিয়েছে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি।মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতারা জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মো. হারুন অর রশিদ, মো, সামসুল আলম ভূইয়া লাভলু, মো. ইয়াহিয়া চৌধুরী ইনু, সাধারণ সম্পাদক এ্যাড, হাসান সাইদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন মঞ্জু বিশ্বাস, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড, গোলাম মোস্তফ, মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. জহিরুল ইসলাম চুন্নু, জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. আনসার আলী, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মো. জয়নাল আবেদীনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা রাজনৈতিক হয়রানিমূলক এসব মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply