ঘন ঘন পানি খেলে নভেল করোনাভাইরাস মরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিসেফের বরাত দিয়ে ছড়িয়ে পড়েছে কভিড-১৯ নিয়ে এক কথিত এমন পরামর্শ।
তাতে বলা হয়েছে, ঘন ঘন পানি খেলে নভেল করোনাভাইরাস সরাসরি পেটে পৌঁছে যাবে, তারপর পাকস্থলীর অম্লরস একে ধ্বংস করে ফেলবে।
এই পরামর্শ কতটুকু বিজ্ঞানসম্মত- তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বিবিসি বলেছে, এটা নিছকই গুজব। ঘন ঘন পানি পান করলেই করোনাভাইরাস মরছে না।
কী করলে কভিড-১৯ থেকে রেহাই মিলবে তা নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা টোটকা। কোথাও বলা হয়েছে- আইসক্রিম খাওয়া যাবে না কোনোভাবেই।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে- এমন কথা কোথাও কোথাও বলা হলেও তা মোটেও সত্যি নয়।
এর মধ্যে ব্লিচিং পাউডার পানিতে গুলে খাওয়ার গুজবটিকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্দি, হাঁচি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা ছাড়াও করোনায় আক্রান্তরা ঘ্রাণশক্তিহীন হয়ে পড়েন। কোনো বস্তুর ঘ্রাণ পান না তারা। সেই সঙ্গে তাদের জিহ্বার স্বাদ শক্তিও কমে যায়
গত প্রায় তিন মাস ধরে বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাস কেড়ে নিয়েছে ১৩ হাজারের বেশি লোকের প্রাণ। আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস নিয়ে গুজব আর আতঙ্ক ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।
Leave a Reply