মিলন খন্দকার, গাইবান্ধা
প্রাণঘাতী করোনা ভাইরাসে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (২মে) গাইবান্ধা ‘ল’ কলেজ কিন্ডার গার্টেন স্কুল মাঠে কর্মহীনদের হাতে চাল, ডাল, আলু, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তার প্যাকেজ তুলে দেওয়া হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রংপুর বিভাগ সমিতির ভাইস প্রেসিডেন্ট সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন আহমেদ।
বক্তব্য দেন, জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান ও অন্যতম সদস্য সাইফুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি আলমগীর কবির বাদল, ল’ কলেজ কিন্ডার গার্টেন স্কুল এর উপাধাক্ষ্য শাহ আলম বাবলু সহ অনেকে।
ত্রাণ বিতরণে ঢাকা থেকে সার্বিক সমন্বয় করছেন রংপুর বিভাগ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই’র চীফ ক্রাইম রিপোর্টার এনামূল কবীর রূপম।
রংপুর বিভাগ সমিতির সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এই সমিতি অসহায় মানুষের মঙ্গলে পাশে ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এসময় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবুল কালাম সিদ্দিক মোবাইল ফোনে বলেন, প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এখন নিজেদের এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ব্রেকিংনিউজ/এমজি
Leave a Reply