1. nasiruddinsami@gmail.com : sadmin :
কোয়ারেন্টাইন’ শব্দের উৎপত্তি যেভাবে - সংবাদ সারাদেশ ২৪
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজিতে স্বস্তি, কমেনি চাল-ডাল-মাছ-মাংসের দাম মানিকগঞ্জ- ২আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতিকের মনোনয়নপত্র জমা দিলেন – মমতাজ বেগম জাতীয় পার্টি অবাধ সুষ্ঠ ওগ্রহন যোগ্য নির্বাচন চায়- এস এম আব্দুল মান্নান মমতাজ বেগমককে ৩য় বারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর আনন্দ মিছিল মানিকগঞ্জ-৩টি আসনে নৌকার প্রতিক পেলেন যাঁরা সিংগাইরে সরকারি বিদ্যালয়ে কিন্ডারগার্টেন চালাচ্ছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মানিকগঞ্জ-২ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ঘিওরে বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন মুখে মুক্তিযুদ্ধের গল্প

কোয়ারেন্টাইন’ শব্দের উৎপত্তি যেভাবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৫৭ বার

পৃথিবীজুড়ে এই মুহূর্তে সর্বাধিক আলোচিত যে দুটি শব্দ তা হচ্ছে ‘করোনা’ এবং ‘কোয়ারেন্টাইন’। বাচ্চা থেকে প্রবীণ সবাই এখন জানে ‘করোনা’ সম্পর্কে। বলতে গেলে ‘করোনা’ এতদিনে নিজেই বুঝিয়ে দিয়েছে যে সে কি! আর ‘কোয়ারেন্টাইন’ মানে যে রোগের সংক্রমণ এড়াতে নিজেকে সবার থেকে একটি ঘরে আলাদা করে রাখা এবং অন্যদের থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, এটাও আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, কোথা থেকে এসেছে এই ‘কোয়ারেন্টাইন’ শব্দটি? কি এর উৎস? আসুন, জেনে নেই এ সম্পর্কে।

এই কোয়ারেন্টাইন শব্দের উৎপত্তি হয় চতুর্দশ শতকে। আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন পথের মধ্যে অন্যতম ছিল ‘সিল্ক রুট’। এটি জলপথে বিস্তৃত ছিল এশিয়া মহাদেশ থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের গ্রিস এবং ইতালি পর্যন্ত। ১৩৪০ সালে সম্ভবত মধ্য এশিয়া থেকে এই সিল্ক রুটের বাণিজ্যপথ ধরেই ইউরোপে ছড়িয়ে পড়ে এক মারণরোগ। যার নাম ‘বিউবোনিক প্লেগ’। দুরারোগ্য এই ব্যাধিটি ছড়িয়ে পড়তে শুরু করে লাখ লাখ মানুষের মধ্যে। ফলে রোগটিকে অভিহিত করা হয় ‘ব্ল্যাক ডেথ’ নামে। প্রতি দশকেই কখনও না কখনও ইউরোপে ফিরে আসতে থাকে এই ভয়ঙ্কর ‘ব্ল্যাক ডেথ’। এরপর আকার নিতে থাকে মহামারীর। আর এতে প্রাণ যেতে থাকে অগণিত মানুষের।

১৩৭৩ সালে যখন ইউরোপে ফের প্রাদুর্ভাব ঘটায় এই রোগ, ইতালির বন্দরনগরী ভেনিসের প্রশাসনিক কর্তাব্যক্তিরা তখন একটি কঠোর সিদ্ধান্ত নেন। সেটি হচ্ছে, বাইরে থেকে আসা কোনো জাহাজে প্লেগে আক্রান্ত কোনোও রোগী আছেন, এমন সন্দেহ হওয়ামাত্রই সেই জাহাজের ভেনিসে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সংশ্লিষ্ট জাহাজকে ভেনিসে ঢোকার আগে একটি দ্বীপে ৪০ দিন অপেক্ষা করতে হবে। ইতালীয় ভাষায় ৪০কে বলা হয় ‘কোয়ারান্তেনা’। সংক্রমণ-প্রতিরোধে ৪০ দিনের এই দূরবর্তী অপেক্ষার সময়কে বলা হত ‘কোয়ারান্তিনারো’। আর এই ‘কোয়ারান্তিনারো’ থেকেই ইংরেজি শব্দ ‘কোয়ারেন্টাইন’-এর উৎপত্তি।

কিন্তু, নিয়তির কি নির্মম পরিহাস! মহামারীর সংক্রমণ এড়াতে রোগীদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে এই প্রথার উদ্ভাবনী সূচনা করেছিলো যে দেশ, আজ করোনার দাপটে সারা বিশ্বের মাঝে সবচেয়ে সঙ্কটাপন্ন অবস্থায় সেই ইতালি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews