আজ মঙ্গলবার দুপুরে কেশবপুরের পল্লিতে পিতা ও পুত্র পৃথক পৃথক ভাবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসি জানায়, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলি (৬০) দুপুর বারোটার দিকে নিজ বসত ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলে বাড়ির অন্য সদস্যদের সাথে পুত্রও পিতাকে উদ্ধার কাজে অংশ নেয়, এর কিছু সময় পর পুত্র আকরামুল (৩৫) দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে কিছু দুরে মাঠের মধ্যে একটি গাছে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসি জানায়, পুত্র একরামুল নেশা গ্রস্ত থাকায় প্রায় এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজ করাই সালিসে পিতাকে কৈফতের সম্মুখীন হতে হত। আজ সকালে পিতা পুত্রের মধ্যে তর্ক বিতর্ক হয়। তার পর প্রথমে পিতা ও পরে পুত্র গলায় রশি দিয় আত্ম হত্যা করে।
কেশবপুর থানার অফিসার ইনর্চাজ শেখ জসিম উদ্দিন আত্মহত্যার খবর নিশ্চত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত এর জন্য যশোর মর্গে পাঠিয়েছে
Leave a Reply