দিনাজপুরের পার্বতীপুরে বুধবার সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ইতি রানী রায় (৩২) নামের এক নার্সের (সেবিকা) মৃত্যু হয়েছে। নিহত ইতি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আলম মিয়া জানান, নিহত নার্স ইতি রানী রায় গ্রামের বাড়ি দূর্গাপুর থেকে তার স্বামীর মোটরসাইকেলযোগে কর্মস্থলে আসছিল। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারা চান্দাপাড়া মোড়ে এসে পৌঁছালে রাস্তার পাশের একটি গাছের ডাল ইতি রানীর উপর ভেঙে পড়লে গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় তার স্বামী মৃনাল কান্তি রায়ও আহত হন।
Leave a Reply