মোঃঃ আল-আমিন হোসেন
করোনায় সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা কর্মহীন মধ্যবিত্ত ও দুস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্দ্যোগে খাদ্য সহায়তা (ত্রাণ) বিতরণ অব্যাহত রেখেছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার মিয়া।
করোনার মহামারির পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ও মানিকগঞ্জ পুলিশ সুপার শামীম রহমান রিফাতের নির্দেশে ও ব্যক্তিগত অনুভূতিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মধ্যবিত্ত, দুস্থ, কর্মহীন পরিবারের খোঁজ নিয়ে তাদের খাদ্য সহায়তা সামগ্রী রাতের আধারে কিংবা দিনের আলোয় বাড়ি বাড়ি গিয়েই পৌঁছে দিচ্ছেন। প্রতিদিন কোনোনা কোনো এলাকায় ছুটে যাচ্ছেন তিনি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ঘরে অবস্থান করার আহবানও জানাচ্ছেন।
তিনি বলেন, মধ্যবিত্ত অথবা দরিদ্র পরিবার, কিন্তু জনপ্রতিনিধি কিংবা বিত্তবানদের দেয়া সাহায্য প্রকাশ্যে নিতে পারেননা বা যাদের এই এলাকার জাতীয় পরিচয়পত্র( আইডিকার্) নেই এই ধরনের পরিবার সমূহ খোঁজ নিয়েই অতি নিরবে তাদের বাড়িতে তাঁর উদ্দ্যোগে খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি ওই ধরনের কোনো পরিবার এখনো অভূক্ত থেকে থাকলে নির্ধিদায় মোবাইল ফোনে যোগাযোগ করলে যে কোন সময় খাদ্য সহায়তা পৌছে দেয়ার ঘোষণা দেন। একইভাবে নিজ নিজ এলাকায় যারা বিত্তবান আছেন, কিংবা ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন, আপনাদেরকেও সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। অনেক পরিবার এই মহাসংকটে লোকচক্ষু লজ্জায় সামনা সামনি এসে ত্রাণ নিতে পারছেনা।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার মিয়া বলেন, বিশ্বে চলমান মহামারি এই দুর্যোগে সবাই নিজ এলাকার গরীব, অসহায়, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের প্রতি সাহায্যে এগিয়ে আসলে তাদের কষ্ট লাগব হবে। মানুষ মানুষের জন্য। বিপদের মুহূর্তে কে কার জন্য কি করেছেন, তা সারা জীবন মনে রাখবে।
এ ছাড়া তিনি জনসাধারণকে নিজ নিজ ঘরে অবস্থান করলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে বলেও মন্তব্য করেন। এজন্য সরকারি নিয়মবিধি মেনে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা পর্যন্ত কোনো মানুষকে রাস্তায় ঘুরাঘুরি না করার অনুরোধ জানান।
Leave a Reply