1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:11 am

কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

  • আপডেট সময় : Sunday, November 24, 2024
  • 34 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন পুলিশের অনেক সদস্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দফায় দফায় তাদের কাজে ফেরানোর চেষ্টা করা হয়। এরপরেও ১৮৭ জনের মতো পুলিশ সদদমস্য কর্মস্থলে যোগ দেননিকর্মস্থলে অনুপস্থিত এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পুলিশ সদর দফতরের তথ্যমতে, কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের বেতন-ভাতা বন্ধের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সদরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য কর্মস্থলে এখনো যোগ দেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক থাকা সদস্যদের গ্রেফতারে পুলিশের আলাদা টিমও গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্যও পাসপোর্ট বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি।

সদর দফতরের তথ্যমতে, পুলিশের পলাতক ১৮৭ সদস্যের মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সাত জন, দুই জন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, নায়েক পদের সাত জন এবং ১৩৬ জন কনস্টেবল রয়েছেন।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews