বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা: বিশ্ব জোড়ে প্রাণ ঘাতি করোনা ভাইরাস আতংকে নিরব নিস্তব্দ লোকালয়। প্রাণের ভয়ে ও আহারের যন্ত্রনায় অসহায় নিম্ন আয়ের মানুষের হাঁহাঁকার। তার সাথে দেশে কর্মরত লোকজনের অবসর। প্রবাসী অধ্যুসিত সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মানুষের নানা সমস্যার কথা মাথায় নিয়ে।
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাণ ঘাতি করোনা যুদ্ধে সৈনিকের মত কাজ করে চলেছেন মোছা:তাহমিনা আক্তার। করোনা মহামারি থেকে উপজেলা বাসিকে রক্ষা করতে অভিবাবকের মত দিবানিশি একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গরিব আসহায় সহ সকল শ্রেনী পেশার মানুষের পরিবার গুলোর পাশে চাল, ডাল সহ নিত্য পণ্য নিয়ে দাড়িয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাটবাজারে জনর্দূরত্ব বজায় রাখার বিভিন্ন কৌশল করে বাজার স্থানান্তরের কাজ ও করেছেন। নবগঠিত ওসমানীনগর উপজেলা ৫ বছর অতিক্রম কালে বিগত ৮ মাস হয় ওসমানীনগর উপজেলায় যোগদান করেন তিনি।
যোগদানের পর থেকেই সকল শ্রেনী পেশার মানুষের আস্থা অর্জন করে কাজ করে চলেছেন । করোনা ভাইরাসে উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি এ ভয়নংকর পরিস্থিতিতে কর্মরত ডাক্তার,নার্স,সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এভাবে প্রতিদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার ভূমি আফছানা তাসলিম ।
|
Leave a Reply