সংবাদ সারাদেশে টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
জামালপুরের মেলান্দহে করোনা আতঙ্কে ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মী এলাকায় প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছের। এ ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, ২০ এপ্রিল কুলিয়া ইউনিয়নের চিনিতোলা গ্রামের আ. রাজ্জাকের ছেলে গার্মেন্টস কর্মী হযরত আলী (২২) এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এলাকাবাসী জানিয়েছেন, হযরত আলীকে বাইরে না যেতে বারণ করা হয়। এ নিয়ে হযরত আলীর আত্মীয় স্বজনদের সাথে প্রতিবেশিদের মধ্যে ঝগড়া হয়।
টানটান উত্তেজনার মধ্যে ২০ এপ্রিল সকাল ৯টার দিকে স্থানীয় জুয়েল মেম্বারের মধ্যস্থতায় গ্রাম্যসালিশ বসে। সালিশ চলাকালে খলিল গংদের সাথে রাজ্জাক গংদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোতালেব (৪০), জোসনা বেগম (৩০), খলিলুর রহমান (৪০) ও মিনা বেগম (৩০) আহত হয়। আহতদের মেলান্দহ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জুয়েল মেম্বার জানান বেসামাল পরিস্থিতিতে মেলান্দহ ওসিকে ফোন করি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার দিনগত রাতেই মহিলা আ’লীগের সভাপতি জোসনার ঘরে অগ্নিসংযোগ করে। জোসনা বেগম জানিয়েছেন, রাত ৩টার দিকে কে বা কারা ঘরে আগুন দেয়। পরে লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউপি চেয়ারম্যান আ. সালাম জানিয়েছেন সংঘর্ষের কথা জানি না। তবে অগ্নি সংযোগের কথা জেনেছি। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি।
Leave a Reply