ধামরাই (ঢাকা) সংবাদদাতাঃ
সারাদেশের মতো ঢাকার ধামরাইবাসীও মরণব্যাধি করোনাভাইরাস আতঙ্কে দিন কাটাচ্ছে। অক্লান্তভাবে উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক নেতা, স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে সকল সচেতন ব্যাক্তিরাই ধামরাইবাসীকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।
কিন্তু বিভিন্ন হাটবাজার নিদিষ্ট সময়ের পরও খোলা থাকছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকে সচেতন হচ্ছে না।
ধামরাই থেকে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে ১৬২ জনের নমুনা সংগ্রহ করা বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: নুর রিফফাত আরা।
তিনি জানান, এ পর্যন্ত ১৬২ জনের রির্পোটের মধ্যে ৩ জনের পজেটিভ এসেছিল। আর সবাই নেগেটিভ এসেছে। ৩ জন আক্রান্তব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। এছাড়া ধামরাইয়ে এ পর্যন্ত ১২৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
তিনি আরো জানান, করোনা মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত আছি। দ্রুত করোনাভাইরাসের সার্ভিস দিতে তৎপর রয়েছে আমাদের টিম।
Leave a Reply