মনমুক্তো
লাবণ্য মিতা
ঝিনুকের পুষ্পকোমল কায়া চিরে
বের করে মুক্তো যেমন,
তার চেয়ে গেছি প্রদাহ সয়ে
দিয়েছি যখন তোমায় এ মন।
প্রেমো প্রদাহ বড়ই দূর্বিষহ
জেনেও মন মানেনি মানা,
স্বর্গামৃত রুপে প্রেম এসে বুকে
দিয়েছে নরক যন্ত্রণা।
চিৎকার করে আওয়াজের পিছে
ছোটে যেমন বদ্ধ পাগল,
তেমনি ছুটেছি মনের পিছনে
সবই যেন মায়াবী ছল।
মুক্তো দিয়ে প্রদাহ সয়ে
ঝিনুক তো যায় মরে,
মনমুক্তো দিয়ে যায়না মরা যে
ধুঁকছি জনম জনম ধরে।
পাপড়ি ছিঁড়লে, শত যতনেও
মিলেনা আগের গোলাপ,
হৃদয় দিলে তেমনি আসেনা ফিরে
কি নিদারুণ অভিশাপ!
মনমুক্তো খানা পায়নি ঠিকানা
সে অচিন পথের যাযাবর,
শূন্য ঝিনুকের মত রিক্ত মানবীর
Leave a Reply