কবিতাঃ
স্বরবৃত্ত ছন্দঃ৪+৪+৪+২
আপন-স্বজন,বন্ধু-সকল একটা কথা বলি,
ভালোর জন্য আমরা যেন নিয়ম মেনে চলি।
কাজটা ছাড়া আমরা কেহ বাইরে নাহি যাবো,
খাবার আগে ভালো করে হাত’টা ধুয়ে খাবো
হাঁচি কাঁশি এলে পরে রুমাল মুখে দিবো,
বাইরে কোথাও গেলে কিন্তু মাস্কটি পরে নিবো।
বিদেশ থেকে আসলে কেহ আপন গৃহে থাকি,
কাজের লোকের বেতন কেহ নাহি রাখি বাকি।
নিরাপদে থাকতে কেহ দেবো নাকো আড্ডা,
দরকার ছাড়া কেনো যাবো খুলনা,সিলেট,বাড্ডা!
ফলফলাদি ধুয়ে খাবো তরকারি হোক সিদ্ধ,
বেশি বেশি হাতটি ধোবো হোক না জোয়ান,বৃদ্ধ।
উপসর্গে হটলাইনে ফোনটি কিন্তু দিবো,
নিয়ম মেনে তাদের থেকে স্বাস্থ্য সেবা নিবো।
মিটিং মিছিল আর সমাবেশ এখন নাহি করি,
একে অন্যে সুস্থ থাকতে ত্যাগেই জীবন গড়ি।
যাদের অনেক সম্পদ আছে, আছে নগদ অর্থ,
শুনে সেবায় এগিয়ে আসুন গরীব দুঃখীর তথ্য।
লকডাউন তো ভালোর জন্যই এসো নিয়ম মানি,
সাবধানেতে থাকি সবাই বিষাদ নাহি টানি
Leave a Reply