1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:59 am

ইসকন নিষিদ্ধের দাবিতে সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : Saturday, November 30, 2024
  • 25 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের  সিংগাইরে  ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে সিংগাইরের সর্বস্তুরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানাগেট, উপজেলা চত্তরে হয়ে আবার  উক্ত বিদ্যালয় মাঠে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত আকারে প্রতিবাদ সভায় মো. সেলিম হোসেনের সভাপতিত্বে মো. এমদাদুল হকের সঞ্চচালনায়
 স্বাগত  বক্তব্য রাখেন, রাজিব হোসেন,  প্রধান আলোচক হিসেবে  বক্তব্য রাখেন ,হাফেজ মাওলানা আব্দুল করিম, শিক্ষা সচিব সিংগাইর উপজেলা আঞ্চলিক কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড। সার্বিক সহযোগিতা করেন মো. রিয়াজুল ইসলাম,। উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান রনি, মো. মিল্টন, মো. সোহাগ, শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা দেশদ্রোহী,সাম্প্রদায়ীক, হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ও চট্টগ্রামে একটি মসজিদে হামলা চালিয়ে ভাংচুর, এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডের জন্য দায়ী করে ইসকনকে নিষিদ্ধ ও এ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews