1. nasiruddinsami@gmail.com : sadmin :
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ! - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ!

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪০ বার

সংবাদ সারদেশ ২৪.কম

ভোলার মনপুরা সরকারি কলেজপড়ুয়া ছাত্রলীগ নেতা সাগর এর নেতৃত্বে তাবলিগ জামাত সদস্য ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে আটকের জন্য তার বাড়িতে গেলে পুলিশের ওপর তার ভাই ও বাবাসহ অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় ৩ জনকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করেও নেয়াখালী হয়ে ভোলা মনপুরায় তাবলিগে জামায়াত নিয়ে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতে তাবলিগ জামাতের ৩৭ জনকে মনপুরা সরকারি কলেজের মধ্যে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় সাগর এর বাবা নূরুল ইসলামের সাথে মনপুরা উপজেলা তাবলিগ এ জামায়েতের আমীর মাহাবুবুর রহমানের সাথে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা সাগরের নেতৃত্বে তাবলিগ জামায়াত নেতা মাহাবুবুর রহমানসহ কয়েকজনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়।

ঘটনার পরপর মাহাবুবুর রহমানের ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মামলার আসামিকে আটক করতে গেলে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আসামি ও তার পরিবার। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় মনপুরা থানার এসআই সঞ্জিত কুমার বাদি হয়ে আরো একটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে সাগরের বাবা মো. নুরুল ইসলাম, ভাই মাকসুদ ও সোহেলকে আটক করে পুলিশ। এ সময় সাগর পালিয়ে যায়। সাগর ছাত্রলীগের কোনো পদে না থাকলেও মনপুরা সরকারি কলেজের পরার সুবাধে ছাত্রলীগের একনিষ্ট প্রভাব বিস্তার করে চলেছেন বলে এলাকাবাসী জানান।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার কাকরাইল, চট্টগ্রাম ও গাজীপুরের শ্রীপুর এলাকায় অবস্থান শেষে তাবলিগ জামাতের ৩৭ জন সোমবার মনপুরায় আসেন। এমন খবরে পুলিশ এদের প্রবেশে বাধা দেয়। বাধা উপেক্ষা করে এরা কৌশলে নিজ নিজ বাড়ি চলে যান। পরে মঙ্গলবার ইউপি চেয়ারম্যান শাহরিয়ার দিপক চৌধুরী ও তাবলিগ জামাত নেতা মাহাবুবুর রহমানের নেতৃত্বে ওই ৩৭ জনকে মঙ্গলবার সন্ধ্যায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে মনপুরা ডিগ্রি কলেজের ভবনে নিয়ে আসা হয়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা কলেজছাত্র সাগর তাবলিগ নেতা মাহাবুবুর রহমানের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।

পুলিশের উপর হামলার ঘটনায় মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মখর্ত (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, সাগরকে আটক করতে গেলে সাগরের বাবা ও ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে ছুটে আমি গেলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় সাগর পালিয়ে গেলেও তার বাবা ও দুই ভাইকে আটক করতে সক্ষম হয়েছি। সরকারি কাজে বাধা দেওয়ায় ও পুলিশকে এসল্ট করায় মনপুরা থানায় একটি মামলা হয়েছে। সাগরকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews