নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামী-সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.আবুবকর সিদ্দিক(রবকত) কে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামী-সেচ্ছাসেবকলীগের সভাপতি/সম্পাদক। গত ১২ এপ্রিল (ররিবার) সিংগাইর উপজেলা আওয়ামীসেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান/ সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মোহাম্মদ ওবায়দুর রহমান তার নিজ ফেসবুক আইডিতে লেখেন ধল্লা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবুবকর ছিদ্দিক (রবকত) সরকারী ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাকে সভাপতির পথ থেকে অব্যাহতি দেওয়া হলো।
সংবাদে আরো প্রকাশ থাকে যে, ধল্লা ইউনিয়ন আওয়াম সেচ্ছাসেবকলীগের সভাপতিমো.আবু বকর সিদ্দিক (রবকত) প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প খাদ্যবান্দব কর্মসূচির ১০ টাকা দরে চাল বিক্রিতে অনিয়ম করায় তাকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ধল্লা বাজারে গিয়ে অফিযান চালায় এ সময় তার গোডাউনে ৩০ কেজির ৮৯ বস্তা চাল পাওয়া যায়নি একই সাথে পাশের একটি রুম থেকে তালাবদ্ধ অবস্থায় গত মাসের ৫০ কেজির ৪৪ বস্তা চাল মজুদ পাওয়া যায়। তিনি কার্ডধারীদের মাঝে চালগুলো বিতরণ না করে মজুদ করে কালোবাজারে বিক্রির জন্য রেখেছিল এই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তৃা মো. নাজিমউদ্দিন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply