1. nasiruddinsami@gmail.com : sadmin :
আবারো ঘরে থাকার অনুরোধ মাশরাফির - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন

আবারো ঘরে থাকার অনুরোধ মাশরাফির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৫ বার

সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম (খেলাধুলা ডেস্কঃ)

করোনা ভাইরাসে লন্ডভন্ড হয়ে গেছে গোটা বিশ্ব। প্রায় দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এর বিরুদ্ধে লড়াইয়ের কোন পথ জানা নেই কারও। করোনা ভাইরাসের এখনো কোনো সুনির্দিষ্ট ওষুধ আবিস্কার হয়নি। টিকা আবিষ্কারের পথ তো আরও দীর্ঘ। নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে এখন একটাই পথ, দূরে থাকা।

শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার সবচেয়ে সহজ উপায়, ঘরে থাকা। করোনার প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায়টি সবাইকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বুধবার কোভিড-১৯ থেকে বাঁচার উপায়ের ওপর গুরুত্ব দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে। সে স্ট্যাটাসে ক্রীড়ামোদীদের প্রিয় তারকাদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি ।

এই তারকাদের আবারও তাঁদের নিজ নিজ খেলায় ফিরতে দেখার জন্য সবাই যে উন্মুখ হয়ে আছে, সেটা মাশরাফিও জানেন। বাংলাদেশের সফলতম পেসার যে তাঁদেরই একজন।

কিন্তু সবকিছু স্বাভাবিক না হলে খেলা মাঠে গড়াবে না অদূর ভবিষ্যতে। তাই মাশরাফি সবাইকে বলেছেন, ঘরে থাকুন নিরাপদে থাকুন। কারণ, এমন মহামারির সময়ে খেলার চেয়েও গুরুত্বপূর্ন কাজ আছে। সেটা হলো, নিজে নিরাপদ থাকা, অন্যকে নিরাপদ রাখা। ঘরে থেকেই কাজটা সম্ভব। তাহলেই আবারও মেসি, রোনালদো, কোহলি, ফেদেরারদের খেলা দেখার সৌভাগ্য হবে সবার। সে জন্য ছোট্ট কাজটি করতে হবে সবার আগে, ঘরে থাকুন।

মাশরাফির স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

‘মেসি, রোনালদো, বেল

বিরাট, রুট, উইলিয়ামসন

ফেদেরার, নাদাল, জোকোভিচ

ভাই, এটা শুধুই একটা খেলা

কোভিড-১৯

জীবনের আসল খেলা এখন

সৃষ্টিকর্তা দয়া করে আমাদের বাঁচান

আশা করি সব তারকারা আবার সবাই নতুন উদ্যমে ফিরবেন

আর সবাই তাদের খেলা উপভোগ করবেন

সে সঙ্গে বুঝবেন, খেলার চেয়েও বড় কিছু এটা

ঘরে থাকুন

নিরাপদ থাকুন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews