মো. শহিদুল ইসলাম নীরবঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ গাজিন্দা গ্রামের ঈদু মিয়ার ছেলে ও সিংগাইর উপজেলা আওয়ামী মোটরশ্রমিকলীগের আহবায়ক মো. আকাশ আহাম্মেদ নয়নের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। গত ৭এপ্রিল থেকে তিনি ধল্লা তাঁর নিজ ধল্লা ইউনিয়নসহ পাশ্ববর্তী জার্মিত্তা ইউনিয়নবাসীর মধ্যে নিজে বাড়ি বাড়ি গিয়ে গরীব, অসহায়, দরিদ্রদের খোঁজে বের করে প্রতিদিনই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে ৫ কেজি চাউল, ২ কেজি আলু,একটি হাত ধোয়ার বলসাবান,৫০০ গ্রাম মসুরডাল। আকাশ আহাম্মেদ নয়ন “সংবাদ সারাদেশ ২৪.কম” কে বলেন,মানিকগঞ্জ-২আসনের সাংসদ ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমানের নির্দেশে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে যে সমস্ত লোক কর্মহীন অবস্থায় আছেন আমি আমার সাম্যর্থ অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে তাদের মাঁঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। ভবিষ্যতেও এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে আশা রাখি সমাজে যারা বিত্তশালী আছেন তারা যদি যার যার অবস্থান থেকে বৈশ্বিকি এই মহামারীতে এগিয়ে আসেন তাহলে সমাজের কোনো গরীব, অসহায় দরিদ্র মানুষ না খেয়ে থাকবে না আমি আশা করি সমাজের বিত্তশালীরা এই সব অসহায় গরীব মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন।
Leave a Reply